ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জনক ও ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং...

ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জনক ও ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং -এর ১১৯ তম জন্মবার্ষিকী উদযাপন

0
228

ডিসিনিউজ ।। ঢাকা

পালন করা হলো সমবায়ের অগ্রপথিক ও ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জনক ফাদার চার্লস জে. ইয়ং সিএসসি’র ১১৯ তম জন্মবার্ষিকী। তিনি দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের যাত্রা শুরু করেন।

৩ মে, ঢাকার তেজগাঁও ধর্মপল্লীতে ফাদার ইয়াং-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রার্থনানুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন।

ফাদার ইয়াং-এর আত্মার কল্যাণার্থে এদিন সকাল ৬টায় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁয়ের ফাদার সনি মাইকেল রোজারিও । এরপর ফাদার ইয়াং-এর সমাধীতে প্রার্থনা এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের এডিসিইও এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন -এর নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

প্রার্থনানুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর ষ্টেলা হাজরা, মনিকা গমেজ, নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনা। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ -এর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সিস্টার মেরী নিবেদিতা রিবেরু, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিওবৃন্দ এবং সকল কর্মীবৃন্দ।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ফাদার চার্লস জে. ইয়াং ফাইন্ডেশনের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ফাদার ইয়াং-এর জীবনী স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘তিনি ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা না করলে আজ খ্রীষ্টান সমাজ তথা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব হতো নাহ। ফাদার চার্লস জে. ইয়াং -এর স্মৃতি সারাজীবন ধরে রাখার জন্য আমরা ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি, যার মাধ্যমে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ’

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “ ফাদার চার্লস জে. ইয়াং মানুষের আত্মিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। আজকের দিনে ফাদার ইয়াং-এর প্রতি শ্রদ্ধা জানাই, সেই সাথে তাঁর আত্মার চিরকল্যাণ কামনা করি।’

আলোচনা সভা শেষে ঢাকা ক্রেডিট, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ফাদারের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফাদার ইয়াং ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ জুলাই তিনি ৫০ জন সদস্য নিয়ে পুরান ঢাকা লক্ষ্মীবাজারে মাত্র ২৫ টাকা মূলধন নিয়ে ঢাকা ক্রেডিট ইউনিয়ন গঠন করেন। যা বর্তমানে বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে।

মহৎপ্রাণ ফাদার চার্লস জে. ইয়াং ৩ মে, ১৯০৪ খ্রিষ্টাব্দে আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের রচেস্টারে জন্মগ্রহণ করেন। ২৪ জুন, ১৯৩৩ খ্রিষ্টাব্দে তাঁর সহপাঠীদের সাথে যাজক পদ লাভ করেন। একই বছর তিনি ঢাকায় আসেন। ফাদার ইয়াং ১৯৫৩ খ্রিষ্টাব্দে কানাডায় যান এবং ১৯৫৪ খ্রিষ্টাব্দে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বয়স্ক এবং ক্রেডিট ইউনিয়ন শিক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসেন।

১৯৮৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের ১৪ তারিখ ঢাকার প্রেস ক্লাবের সামনে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যান এবং মাথায় বড় ধরনের আঘাত পান। তখনই তিনি জ্ঞান হারান। এরপর আর জ্ঞান ফিরে আসেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১.০৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৬ নভেম্বর ফাদার ইয়াংকে তেজগাঁও চার্চের সমাধিস্থলে সমাহিত করা হয়।