ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জনক ও ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং...

ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের জনক ও ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং -এর ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদান অনুষ্ঠান

0
230

ডিসিনিউজ।।ঢাকা

৩ মে ঢাকা ক্রেডিটের বি. কে. গুড কনফারেন্স হলে দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)  এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ফাদার চার্লস জে. ইয়াং -এর ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং কাককো লিঃ এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর ষ্টেলা হাজরা, সুব্রত রিচার্ড রোজারিও, মনিকা গমেজ, মনোজ ক্লেমেন্ট গমেজ, প্রত্যেশ রাংসা, , নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনা, পংকজ লরেন্স কস্তা, মলয় নাথ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস,  প্রাক্তন ডিরেক্টর সলোমন রোজারিও, আনন্দ ফিলিপ পালমা, তেজগাঁও ক্যাথলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দীপ্তী এসএমআরএ, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী, ঢাকা ক্রেডিটের সিওবৃন্দ এবং সকল কর্মীগণ।

ফাদার চার্লস জে. ইয়াং -এর ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন। সকলের উদ্দ্যেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের কাজ সম্পর্কে সকলকে অবহিত করেন। আলোচনা অনুষ্ঠানের পর তেজগাঁও ক্যাথলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দীপ্তী এসএমআরএ, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরীর হাতে শিক্ষার্থীদের উপ-বৃত্তির চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের এডিসিইও এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।