ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা

ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা

0
512

ডিসিনিউজ || ঢাকা

ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে।

১৩ নভেম্বর অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ব্যবসা করছেন ও ব্যবসা করতে ইচ্ছুক এমন ৪৪ জন উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদ্বয় শীরেন সিলভেষ্টার গমেজ ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, এক্সিকিউটিভ কসনালটেন্ট (আইসিটি) অলড্রিন টমাস গেইন, চিফ অফিসার জোনাস গমেজ ও স্বপন রোজারিও প্রমুখ।

কীভাবে ক্ষুদ্র ব্যবসা করতে হয়, এই ব্যবসার সম্ভাবনা, ঝুঁকি, এই ব্যবসা প্রদানের জন্য ঢাকা ক্রেডিটের পক্ষে ঋণ বিনিয়োগ ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীদের সাথে খোলামেলা আলোচনা করেন সমিতির কর্মকর্তাগণ। ক্ষুদ্র ব্যবসা করছেন বা করতে ইচ্ছুক এমন ঢাকা ক্রেডিটের সদস্যদের উদ্যোক্ত ঋণ হিসেবে সর্বোচ্চ ত্রিশ লাখ টাকা প্রদান করা হবে। সাধারণ ঋণ থাকাবস্থায়ও এই ঋণ নেওয়া যাবে। তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।