শিরোনাম :
খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পহেলা মে, বুধবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তর ঘুরে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালির পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম ও ট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় কুজেন্দ্র লাল এমপি বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তাই তিনি মালিক-শ্রমিকের সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পাহাড়ে শান্তি-শৃংখলা বজায় রেখে সহাবস্থান তৈরী করলেই উন্নয়ন সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সকলকে একসাথে কাজ করার উদাত্ত্ব আহবান জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-যতীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক টাস্কফোর্স চেয়ারম্যান ও এমপি, নুরুন্নবী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য, রন বিক্রম ত্রিপুরা, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা, জানু সিকদার, আহবায়ক জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও জেলা সদরের বিভিন্ন ইলেক্ট্রনিক্ম প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।