শিরোনাম :
খামার বাড়িতে মধু মেলা
`ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন ‘ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর খামারবাড়ির আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে ১৮ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হয় জাতীয় মধুমেলা-২০১৮।
মেলার শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল সাড়ে ৯টায় র্যালি শেষে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ্। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন।
এরপর মিল্কী অডিটরিয়ামে “বাংলাদেশে মৌ চাষ সম্প্রসারণ, সমস্যা ও সম্ভাবনা” বিষয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
মেলায় সরিষা, লিচু, কালিজিরাসহ বিভিন্ন জাতের ফুলের মধু পাওয়া যাবে।
আজ সোমবার মেলার শেষ দিন।
এবারের এ মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪ টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল অংশ নেয়।
আরবি/আরপি/১৯ ফেব্রুয়ারি, ২০১৮