শিরোনাম :
খুলনায় বিশ্ব শ্রমিক দিবস পালন
আজ (সোমবার) বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় খুলনার শহীদ হাদিস পার্কে শ্রমিক দিবসের এ আয়োজন হাজারো শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে খুলনা সিটিকর্পোরেশনের ৬ ও ৭ নং হ্যান্ডেলিং শ্রমিক, ২৭ নং শ্রমিকলীগ খুলনা মহানগর, রেলওয়ে শ্রমিকলীগ, জাতীয় ভ্যান রিক্্রা শ্রমিকলীগসহ আরো বিভিন্ন সংগঠন, অঙ্গসংগঠন যোগ দেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি (সভাপতি বাংলাদেশ আওয়মীলীগ খুলনা মহানগর ও সাবকে মেয়র, কেসিসি)।
এমপি খালেক বলেন, ‘১৯৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে হেমার্কেটের শ্রমিকেরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎস্বর্গ করেছিলেন। আজ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’
খালেক বলেন, ‘আওয়মীলীগ সরকার শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে। গার্মেন্টস্ শ্রমিকদের দাবি একের পর এক পূরণ করছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে।’
এাছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ মিজানুর রহমান মিজান এমপিসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে শহীদ হাদিস পার্ক থেকে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ফেরিঘাট এবং শান্তিধামের মোড় হয়ে পুনরায় হাদীস পার্কে এসে শেষ হয়।
এ দিন জাগরণের গানসহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় শেষ করা হয়।
আরবি/আরপি/১ মে, ২০১৭