ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খুলনায় শুরু হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা, ৭৭ জন করদাতাকে সম্মাননা

খুলনায় শুরু হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা, ৭৭ জন করদাতাকে সম্মাননা

0
314

১৩ নভেম্বর থেকে খুলনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। খুলনার বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।

সোমবার (১২নভেম্বর) দুপুরে নগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। চারটি ক্যাটাগরীতে সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানালো কর অঞ্চল-খুলনা। কর অঞ্চল-খুলনার আওতাধীন খুলনা সিটি কর্পোরেশন ও ১০টি জেলার সেরা করদাতাদের এই সম্মাননা প্রদান করা হয়।

গেল অর্থ বছরে খুলনা বিভাগে র্দীঘ সময়, সর্বোচ্চ ও ৪০ বছরের নিচে তরুন কর প্রদানকারী ৭৭ জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৭ জন নারী করাদাতা রয়েছেন। যা অনান্য বছরের তুলনায় এবার বেশী। দীর্ঘ্য সময় কর প্রদানকারী ২২ জন। সর্বোচ্চ করাদাতা পুরুষ ৩৩ জন, নারী ১১ জন ও ৪০ বছরের নীচে তরুন কর প্রদানকারী রয়েছেন ১১জন। এ সম্মাননা প্রদান করা হবে ৩ ক্যাটাগরীতে । মেলা উপলক্ষে সোমবার তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়েছে। ২০১৭-২০১৮ করবর্ষে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

গত বছরের চেয়ে এ বছর ৩ জন নারী করদাতা বৃদ্ধি পেয়েছে।

ডিসিনিউজ/আরবি.ইউএইচ. ১৭ নভেম্বর ২০১৮