শিরোনাম :
খোকন কোড়ায়ার ৫ম বই ‘কাব্য কথন’
ডিসিনিউজ।।ঢাকা
বিশিষ্ট লেখক খোকন কোড়ায়ার প্রকাশিত ৫ম বই ‘কাব্য কথন’। ৫ মার্চ, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর হাতে তার প্রকাশিত বই ‘কাব্য কথন’ বইটি তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের লেকচারার সৌরভ পালমা।
ভিনসেন্ট খোকন কোড়ায়া ‘সেই তোমাকে’ , ‘সে’ , ‘আমার কতিপয় পুরনো বন্ধু’ এবং ‘জননী’ এর পর এবার প্রকাশ পেল তার লেখা বই ‘কাব্য কথন’। তিনি ১৯৫৮ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পুরান তুইতাল গ্রামে জন্মগ্রহন করেন।