ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিষ্টমন্ডলির ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ

খ্রিষ্টমন্ডলির ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ

0
521

খ্রিষ্টমন্ডলির ভক্তজনগণ বিষয়ক কমিশনের আয়োজনে মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে ৫দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ চলে। ২২ জুলাই, সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণে ৮টি ধর্মপ্রদেশের প্রতিনিধি এবং খিষ্টান সংগঠনের নারী-পুরুষ অংশ নেয়।

সিবিসিবির সহ-সভাপতি ও কারিতাস বাংলাদেশে সভাপতি বিশপ জের্ভাস রোজারিও সমাপনী অনুষ্ঠানে বলেন, ‘আপনাদের যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তা শুধু আপনাদের জন্য নয়, তা হচ্ছে আপনাদের ধর্মপ্রদেশ, ধর্মপল্লী, সমাজ ও পরিবারের উন্নয়নের জন্য।’

তিনি আরো বলেন, ‘সমাজকে পরির্বতন ও উন্নয়ন করতে হলে আপনাদের নিজে থেকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন আপনাদেরকেই পূরণ করতে হবে।’

প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে স্থানীয় মন্ডলির পালকীয় নির্দেশনা, খ্রিষ্টমন্ডলির ধর্মশিক্ষার সংক্ষিপ্ত পরিচয়, খ্রিষ্টান আন্দোলন ও সংগঠন: প্রকৃতি, ভূমিকা ও নীতি সমূহ, খ্রিষ্টমন্ডলি সম্পর্কে ঐশতাত্ত্বিক পর্যালোচনা, খ্রিষ্টমন্ডলিতে ভক্তজনগণের আধ্যাত্মিকতা ও গঠন, খ্রিষ্টমন্ডলিতে ভক্তজনগণের আহ্বান ও মিশন, ক্ষুদ্র খ্রিষ্টীয় সমাজ, খ্রিষ্টীয় নেতৃত্ব ও পরিচালনা, খ্রিষ্টমন্ডলির সামাজিক শিক্ষা, খ্রিষ্টান লিডারদের প্যানেল, স্থানীয় মন্ডলিতে ভক্তজনগণের অংশগ্রহণ (পালকীয়, আর্থ-সামাজিক, রাজনৈতিক, খ্রিষ্টীয় ঐক্য ও যুব সমাজ, মা-মারিয়ার আধ্যাত্মিকতা ও জপমালা প্রার্থনা), বাইবেলের আলোকে ‘খ্রিষ্টমন্ডলি’, মন্ডলিতে ভক্তজনগণের
প্রৈরিতিক কাজ, খ্রিষ্ট-ভক্তগণের আর্থ-সামজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তাদানে অংশগ্রহণমূলক, কল্যাণমূখী ও সভা ভিত্তিক উদ্যোগ, গৃহমন্ডলি পরিবার: আহ্বান, মিশন ও আধ্যাত্মিকতা।

প্রশিক্ষণ শেষে মুক্ত আলোচনা ও মূল্যায়ন করা হয়। মূল্যায়ন পর্বে রাজশাহী ধর্মপ্রদেশের অংশগ্রহণকারী মনিকা বাড়ৈ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি এই প্রশিক্ষণে এসে নিজেকে পবিত্র রাখার বিষয়ে অবগত হয়েছি এবং রোজারিমালা প্রার্থনা বিষয়ে জানার পর থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি প্রতিদিন রোজারিমালা প্রার্থনা করব।’

‘প্রশিক্ষণ ছিল যুগোপযোগি এবং উপযুক্ত বিষয় নির্বাচন করেছেন যা আমাদের প্রয়োজন আছে’ বলেন ময়মনসিংস ধর্মপ্রদেশের অংশগ্রহণকারী এন্ড্রু রিছিল।
প্রশিক্ষণে ৬১ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কার্ডিনাল প্যাট্রিকসহ ১১ জন ফাদার-সিস্টার এবং ৪ জন স্বেচ্ছাসেবক পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।

আরবি. আরপি. ২২ জুলাই, ২০১৮