শিরোনাম :
খ্রিষ্টান নেতৃবৃন্দের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
ডিসিনিউজ ।। ঢাকা
ইসলাম ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খ্রিষ্টান নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি জন মাইকেল গমেজ এক যৌথ বিবৃতির মাধ্যমে মুসলাম ভাইবোনদের ঈদের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, ঈদ-উল-ফিতর আত্মত্যাগ ও আত্নশুদ্ধির মহিমায় উদ্ভাসিত এক মহান উৎসব। নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের কল্যাণসাধনের শিক্ষা দেয় এই পবিত্র ঈদ-উল-ফিতর। বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করবে এই মহান উৎসব।
অপর দিকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান। তারা উল্লেখ করেন, ‘সিয়াম সাধনার পর মুসলিম ভাইবোনেরা ঈদ পালন করতে যাচ্ছেন। তাদের এই দিনে শুভেচ্ছা জানাই। ঈদ-উল-ফিতরের চেতনা বিশ্বব্যাপী চলমান অস্থিরতা, অশান্তি ও সংঘাত পরিহারে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করবে নেতৃবৃন্দ সে আশাবাদ ব্যক্ত করে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদ সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সে কামনা করেছেন।