ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিষ্টে আমার পরিচয় মূলসুর নিয়ে চট্টগ্রাম আর্চডায়োসিসের পালকীয় পত্র-২০২০ প্রকাশ

খ্রিষ্টে আমার পরিচয় মূলসুর নিয়ে চট্টগ্রাম আর্চডায়োসিসের পালকীয় পত্র-২০২০ প্রকাশ

0
469

ম্যাগডেলিন ডি’সিলভা || ট্টগ্রাম

চট্টগ্রাম আর্চডায়োসিসের বিশপ মজেস এম কস্তা সিএসসি প্রায়শ্চিত্তকালে খ্রিষ্টভক্তদের আধ্যাত্মিক যত্ন ও চেতনায় উদ্বুদ্ধ  করতে প্রকাশ করলেন এ বিশেষ পালকীয় পত্র।

এ পত্রে তিনি পরিচয় সংকট- একটি বাস্তবতা, যীশুর পরিচয়, যীশুতে আমার পরিচয়, ঈশ্বরের সন্তান ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়।

যীশুর প্রৈরিতিক পরিচয়-তিনি যাজক, প্রবক্তা ও রাজা। সেই সূত্রে আমরাও খ্রিষ্টেতে

 যাজক, প্রবক্তা ও রাজা। 

উপসংহারে তিনি বলেন, প্রতিজন যাজক, সন্ন্যাসব্রতী ব্রাদার ও সিস্টার এবং খ্রিষ্টভক্তদের কাছে বিশপ হিসেবে আমার আহ্বান , আপনারা  ২০২০, খ্রিষ্টাব্দব্যাপি নিজের খ্রিষ্টিয় পরিচয় অনুধাবন ও নিদিষ্ট করতে সাধনা করুন।

উল্লেখিত বিষয়গুলো অনুধ্যানের জন্য তিনি চারটি প্রশ্ন রাখেন- খ্রিষ্টেতে নিজের পরিচয় আমরা কিভাবে দান করি?

আমি যে ঈশ্বরের সন্তান-এই পরিচয় আমি কিভাবে দান করি?

আমি যীশুর শিষ্য, পরিচয় আমি কিভাবে দান করি?

 একজন যাজক/সন্ন্যাসব্রত/খ্রিষ্টভক্ত হিসেবে জগতে আমার  রাজকীয়, যাজকীয় ও প্রাবক্তিক সেবা দায়িত্ব বা সাক্ষ্য কি হতে পারে?