শিরোনাম :
খ্রীষ্টান হাউজিং সোসাইটির নবনির্মিত প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’-এর শুভ উদ্বোধন ও আশির্বাদ
ডিসিনিউজ ।। ঢাকা
উদ্বোধন করা হলো দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর নবনির্মিত প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’।
২৬ নভেম্বর, সকাল ১১টায় সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এই ভবন শুভ উদ্বোধন করেন।
ডিসিনিউজ ।। ঢাকা
উদ্বোধন করা হলো দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর নবনির্মিত প্রধান কার্যালয় ‘আর্চবিশপ মাইকেল ভবন’।
২৬ নভেম্বর, সকাল ১১টায় সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এই ভবন শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিঃ (কাককো)-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কমিশনার ফরিদুর রহমান খান ইরান, মনিপুরীপাড়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব সাহাদাত ইসলাম চৌধুরী (মিন্টু), ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, তেজগাঁও চার্চের পাল-পুরোহিত সুব্রত বি. গমেজসহ হাউজিং সোসাইটির কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ফাদার সুব্রত প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে ভবনটি আশির্বাদ করেন। আশির্বাদের পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন এবং ভবনে বিভিন্ন ব্যক্তির ম্যুরাল উন্মোচন করেন।
এরপর অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।