ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized খ্রীষ্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালকের বিদায় ও নব ভারপ্রাপ্ত...

খ্রীষ্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালকের বিদায় ও নব ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব গ্রহণ

0
341

খ্রীষ্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. ডেভিড খানের বিদায় ও নব ভারপ্রাপ্ত পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

২৬ ফেব্রুয়ারি, খ্রীষ্টিয়ান হাসপাতাল সংলগ্ন এফসিসি ভবনে বিকাল সাড়ে ৫টায় এই অনুষ্ঠান হয়। ডা. ডেভিড খান পদত্যাগের কারণে ডেপুটি মেডিকেল ডিরেক্টর ডা. প্রবীর খিয়াংকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।

এ সময় শেড-বোর্ড ডিরেক্টর মহানন্দ বৈরাগী, বিবিসিএস কনভেনর শুধাশু বোস, বরিশাল আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা: রণজিৎ বিশ্বাস, এবিসিএসর সভাপতি বিপ্লব মারমা, রেভা: বিমল রায় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে শেড-বোর্ড ডিরেক্টর মহানন্দ বৈরাগী বিদায়ি পরিচালকের হাতে খ্রীষ্টিয়ান হাসপাতালের পক্ষ থেকে উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মেডিকেল ডিরেক্টর ডা. প্রবীর খিয়াং হাসপাতাল পরিচালনায় সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং বিশ্বস্থতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

আরবি.আরপি.২৮ ফেব্রুয়ারি, ২০১৮