ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গতানুগতিক ধারা পরিহার করে বিজনেস এন্টারপ্রাইজ কার্যক্রম হাতে নিতে হবে: বাবু মার্কুজ...

গতানুগতিক ধারা পরিহার করে বিজনেস এন্টারপ্রাইজ কার্যক্রম হাতে নিতে হবে: বাবু মার্কুজ গমেজ

0
261

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, একটি সুন্দর আগামী বির্নিমাণের জন্য অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ক্রেডিট ইউনিয়নগুলোকে বিজনেস এন্টারপ্রাইজের দিকে মনোযোগী হতে হবে।

কাককো আয়োজিত ‘সমবায় সমিতি ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বোর্ড/পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বোর্ডের কাজ পরিকল্পনা প্রণয়ন করা। দায়িত্ব নেওয়ার পর বোর্ড/পরিচালকমন্ডলীকে ভাবতে হবে আগামী তিন বছরে ক্রেডিট ইউনিয়নকে তারা কোথায় নিয়ে যেতে চান। সে জন্যে নিজেদের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। দায়িত্ব কর্তব্য সম্পর্কে আইন এবং গঠনতন্ত্রে কী বলা আছে তা জানতে হবে।

তিনি বলেন, ক্রেডিট ইউনিয়নগুলো হবে আমাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রতিটি ক্রেডিট ইউনিয়নেই এখন যথেষ্ট তারল্য অর্থ রয়েছে। সদস্যদের আমানতের যথাযথ বিনিয়োগ করে তাদের নানা সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সম্পদের এমন বিনিয়োগ করতে হবে যাতে তরুণদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের আয়োজন করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো যায়। আর এগুলোর জন্য দরকার স্ট্র্যাটেজিক প্লেনিং।

তিনি আরো বলেন, অধিকাংশ খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নগুলো ৫০ বছর পার করেছে। আগে কোনো কিছুর জন্য মানুষ চার্চ কিংবা এনজিওগুলোর দিকে সাহায্যের জন্য যেত আর এখন ক্রেডিট ইউনিয়নগুলোর দিকে আসছে। মানুষের এই আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে হবে। গতানুগতিক ধারা বা বৃত্তের বাইরে এসে ক্রেডিট ইউনিয়নকে ব্যবসায়িক বিভিন্ন প্রকল্প হাতে নিতে হবে। সমাজ ও দেশের অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যেতে হবে।

প্রতিটি অঞ্চলে স্বনির্ভর একটি ক্রেডিট ইউনিয়ন গড়ার লক্ষে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) ঢাকার মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে। তিন দিনের এই প্রশিক্ষণ আগামী ১৬ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

কাককো’র সদস্য সমিতিগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ প্রশিক্ষণে যোগ দিয়েছেন।

আরবি/আরপি/১৫ জুলাই, ২০১৭