ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ফাদার যোসেফ এস. পিশোতোকে

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ফাদার যোসেফ এস. পিশোতোকে

0
376

আমেরিকান হলিক্রস মিশনারি ফাদার যোসেফ এস. পিশোতোকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা।
১৫ ফেব্রুয়ারি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত নিজস্ব ক্যাম্পাসে শোক ও স্মরণ সভায় বক্তারা তুলে ধরেন ফাদার পিশোতোর বিলিয়ে দেওয়া মূল্যবোধ, শিক্ষা যা ধারণ করে হাজার হাজার শিক্ষার্থী দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই, অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, বাংলাদেশের হলিক্রস ফাদারদের প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্রুশ, ফাদার ফ্রাঙ্ক কুইলিভান সিএসসি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ও প্রোগ্রাম কোয়ালিটির সিনিয়র ডিরেক্টর চন্দন গমেজ, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেট প্রমুখ।

ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ ওএমআই তাঁর কলেজ জীবনের অধ্যক্ষ ফাদার পিশোতোর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমি সেমিনারীয়ান হিসেবে ফাদার পিশোতোর সুশিক্ষা পেয়েছি। তিনি চাইতেন আমরা লাইব্রেরিতে বেশি সময় থাকি, বেশি বই পড়ি। নটর ডেমে পড়ার সময় আমি সব চেয়ে বেশি বই পড়েছি। এর পেছনে ফাদার পিশোতোর প্রেরণা ছিলো।’
তিনি আরো বলেন, ফাদার পিশোতো ছিলেন একজন মহান ব্যক্তি। তাঁর আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁর কলেজ জীবনের অধ্যক্ষ ফাদার যোসেফ এস. পিশোতোর কথা স্মরণ করে বলেন, ‘তিনি আমার গর্ব। তিনি দেশ ও সমাজের জন্য গর্বের। তিনি মরেও অমর হয়ে থাকবেন তাঁর শিক্ষা সেবার জন্য।’
তিনি আরো বলেন, ‘স্বর্গ রাজ্যে হয়ত অনেক শিক্ষাবিদ এবং ট্রেজারার দরকার। ঈশ^র এই জন্যই হয়ত তাকে তুলে নিয়ে গেছেন। আজকের এই দিনে ফাদার পিশোতোর কল্যাণ কামনা করি। তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রার্থনা করি ঈশ্বর যেন তাঁকে ভালো জায়গায় স্থান দেন।’

‘ফাদার যোসেফ এস. পিশোতোর মৃত্যুর মধ্য দিয়ে একজন অভিভাবককে হারিয়েছে,’ উল্লেখ করে নির্মল রোজারিও বলেন, ‘আমি নিজে একজন অভিভাবককে হারিয়েছি। তিনি ছিলেন আমার মেন্টর। আজকে আমি নির্মল রোজারিও হয়েছি ফাদার পিশোতোর অবদানের জন্য।’
মি. রোজারিও ফাদারের প্রতি শ্রদ্ধাবনত হয়ে বলেন, ‘আমি উচ্চ মাধ্যমিকে সাভার থেকে চার মাস বাসে আসা যাওয়া করে নটর ডেমে পড়েছি। তখন ফাদার পিশোতো আমার কষ্ট দেখে মার্টিন হলে থাকার ব্যবস্থা করেন। ফাদারের শিক্ষা, গঠন জীবনে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রভাষক সৌরভ পালমা ও স্টুডেন্ট কাউন্সিলার ড. সিস্টার মেরী হেনরিয়েটা এসএমআরএ।