ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবায় আপনজন অ্যাপ

গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবায় আপনজন অ্যাপ

0
283

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের আইসিটি বিভাগ কাজ করছে ।

ডিনেটের উদ্যোগে গতকাল শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা আপনজন-এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন ।এর পরে আপনজন অ্যাপের উদ্বোধন করা হয় । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে আপনজন অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, আপনজন কার্যক্রমের আওতায় মুঠোফোনের মাধ্যমে প্রথমে ৫০০ জন গর্ভবতী ও প্রসূতি মা বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

এ প্রক্রিয়ার সার্বিক সহযোগিতায় রয়েছে সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসোশ্যাল । আপনজন মূলত গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক মুঠোফোন ভিক্তিক তথ্যসেবা । যে কোন অপারেটর থেকে ১৬২২৭ নাম্বারে কল করে আপনজন সেবার জন্য নিবন্ধন করা যাবে ।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হাবিবুর রহমান, আপনজন-এর হেড অব অপারেসনস্ বারনার্ড খ্রিস্টোফার হালসানা ও আইসোশ্যালের হেড অব বিজনেস ওমর সেরনিয়াবাত।

 

এসএন/আরপি/ ১১ ডিসেম্বর, ২০১৬