ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গাইবান্ধায় সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

গাইবান্ধায় সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

0
478

গাইবান্ধায় সাঁওতাল হত্যার বিচারের দাবিতে ৬ নভেম্বর, রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদ মানববন্ধন করেছে।

সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী-বাঙালিদের উপর তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতন ও ক্ষতিপূরণসহ বিচারের দাবিতে রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধায় পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির হত্যার ২ বছর পার হয়ে গেলেও হত্যাকান্ডের বিচার হয়নি। অগ্নিসংযোগ, উচ্ছেদ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো ক্ষতিপূরন পায়নি। অধিগ্রহনকৃত তাদের বাপ-দাদার জমি এখনো ফেরৎ পায়নি। বাগদাফার্ম মিল কতৃপক্ষ ও হত্যাকারীরা প্রতিনিয়ত আদিবাসীদের সন্ত্রাসী হামলার হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছে। সাঁওতাল হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সরকার বা প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি।

তারা আরো বলেন, সাঁওতালদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারী পুলিশ প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি সরকার। এখনো তারা খোলা আকাশের নিচে দিনানিপাত করছে। তাদের পুর্নবাসনের কোনো উদ্যোগ সরকার এখনো নিতে পারেনি। এই হামলার মূল হোতা গবিন্দগঞ্জের সংসদ সদস্য আবুল কামাল আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে সরকার গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

আদিবাসীরা মানববন্ধন থেকে তিন সাঁওতাল হত্যার বিচার, ক্ষতিপূরনসহ সাহেবগঞ্জ বাগদাফার্ম কর্তৃক কেড়ে নেওয়া ১৮৪২.৩০ একর জমি ফেরতের দাবি জানান।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ পাহান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক অনিল রবিদাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত মিনজ্, মলি বিশ্বাস, শিউলি মাহাতো প্রমুখ।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল রাজোয়াড়, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর যুগ্ম-আহবায়ক উপেন রবিদাস।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও ন্যাপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিরর রহমান খান আলম, বাংলাদেশে মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, জন উদ্যোগ রাজশাহীর ফেলো জুলফিকর আহমেদ গোলাপ প্রমুখ।

ডিসিনিউজ/আরবি.আরপি.৭ নভেম্বর ২০১৮