ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গাজীপুরে ঐতিহ্যবাহী জগন্নাথ রথ মেলা

গাজীপুরে ঐতিহ্যবাহী জগন্নাথ রথ মেলা

0
1303

গাজীপুরের জয়দেবপুরে গতকাল শেষ হয়েছে হিন্দুধর্মালম্বিদের ঐতিহ্যবাহী জগন্নাথ রথ। কিন্তু জমে উঠেছে রথ মেলা। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এসময় জগন্নাথকে দর্শন করার জন্য দেশের বিভিন্নপ্রান্ত থেকে হিন্দুধর্মালম্বিরা ছুটে আসেন। প্রতিবছরের মতো এবারও রথ উপলক্ষে আয়োজন করা হয় ২০ দিনব্যাপী রথ মেলা।

মেলা ঘুরে বিভিন্ন ধরণের পণ্যসামগ্রীর পসরা দেখা যায়। মেলার আয়োজক কমিটি কর্তৃক জানা যায়, রথ মেলার মূল আকর্ষণ কাঠের আসবাবপত্র। আগে গাজীপুরের মানুষ সমস্ত কাঠের আসবাবপত্র এখান থেকেই ক্রয় করতো সূত্র জানায়। তবে সময়ের বিবর্তনে আজ বিক্রি অনেকটাই কমে গেছে।

01এসময় বিক্রেতা জালাল উদ্দিন ডিসিনিউজকে বলেন, “ঈদের সময় বিক্রি খুব ভালো ছিল, কারণ তখন সবার কাছেই কম বেশি টাকা থাকে।”

মেলাতে আসা ভজন চন্দ্র বলেন, “প্রতি বছরই আসা হয়। আজ উল্টো রথের শেষ দিন তাই পূজা দিতে আসলাম। তবে মেলা যেহেতু আরও ১৪ দিন চলবে, সুতরাং আবার পরিবার নিয়ে আসার ইচ্ছা আছে।”

এ সময় পূজা ও মেলাতে আসা দর্শনার্থীদের মাঝে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা এবারের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মেলাতে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল সার্কাস ও নাগরদোলা।

আরবি/আরপি/৫ জুলাই, ২০১৭