শিরোনাম :
গাজীপুরে পাগাড় ধর্মপল্লীতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার
ডিসিনিউজ: বাংলাদেশে খ্রিস্টানদের সর্ববৃহৎ সমবায় সমিতি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া গাজীপুরের পাগাড় ধর্মপল্লীর গির্জার হলরুমে শিক্ষা সেমিনারে মূল বিষয়গুলো উপস্থাপন করেন। প্রায় ৯০০ স্থানীয় খ্রিস্টভক্তের অংশগ্রহণে এই সেমিনারে সেক্রেটারি কোড়াইয়া ঢাকা ক্রেডিটের সকল প্রডাক্টস ও প্রকল্প সেবা সম্বন্ধে ব্যাখ্যামূলক উপস্থাপন করেন। ঢাকা ক্রেডিট ও এর নানা ধরণের ঋণ,সঞ্চয় ও প্রকল্প সেবা সম্বন্ধে সাধারণ মানুষকে জানাতে এ শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিমিটেড-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন। সঙ্গে ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, মাউসাইদ ধর্মপল্লীর ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট ডেভিড রোজারিও, পাগাড় ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জন গমেজ, উত্তরবঙ্গ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ড. রবার্ট ডি’ক্রুজসহ সাভার ও গাজীপুর এলাকার বিভিন্ন সমিতির প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা ক্রেডিটের প্রায় সকল কর্মকর্তাই এই সভায় উপস্থিত ছিলেন।
পাগাড় ধর্মপল্লীর পাল-পুরোহিত জেভিয়ার পিউরীফিকেশন প্রর্থনা পরিচালনাসহ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট হলো বড় ছাতার মতো। এর ছত্রছায়ায় অন্যান্য সমিতিগুলো অবস্থান নিয়েছে।’ শিক্ষা সেমিনারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, এই সেমিনারের মাধ্যমে অনেক শিক্ষা পাওয়া যাবে; শিক্ষার কোনো শেষ নেই।
প্রধান অতিথি আগস্টিন পিউরীফিকেশন তাঁর বক্তব্যে ঢাকা ক্রেডিট ও হাউজিং-এর মধ্যে দীর্ঘদিনের বৈরিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে এসব বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই নস্যাৎ করার সুযোগ দেওয়া যাবে না। ঢাকা ক্রেডিটের সঙ্গে ঢাকা হাউজিং-এর একসঙ্গে কাজ করার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। অন্যান্য সকল বক্তা একই সুরে বক্তব্য রেখে চলমান ঐক্যকে প্রতিষ্ঠিত করার পক্ষে সমর্থন দেন।
আরপি/ আরবি/ আরএসআর
৩১ অক্টোবর, ২০১৬