শিরোনাম :
গাজীপুরে SoftTech-IT Institute এর উন্মুক্ত ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ
গত শনিবার বেলা ৩ টায় গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়াম (ডাহুক)এ অনুষ্ঠিত হয় SoftTech-IT Institute এর উন্মুক্ত ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ। ৬০ জন শিক্ষার্থীর এতে অংশ নেয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন SoftTech-IT Institute এর সিইও মো. তরিকুল মাওলা সুজন।
এই সময় তিনি বাংলাদেশে ফ্রিল্যান্সিং পেশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি, ফ্রিল্যান্সিং করার আগে কি কি থাকতে হবে, ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয়, কাজগুলো কিভাবে শিখতে হয় বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজগুলোর চাহিদা সব চেয়ে বেশি নিয়ে আলোচনা করেন।
তিনি এ সময় বলেন, ফ্রিল্যান্সিং পেশা আকর্ষনীয় , কারণ একজন ফ্রিল্যাসার তার নিজের মত সময় ও স্থান পছন্দ করতে পারে l অথচ ফুলটাইম চাকুরীতে একজন ব্যক্তি সেই সুযোগ গুলো পাচ্ছে না। এখানে নিজেই নিজের বস। রয়েছে কাজ করার স্বাধীনতা। রয়েছে প্রতিনিয়ত নতুন নতুন কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, যা বাড়িয়ে তুলে একজন ফ্রিল্যান্সার এর দক্ষতা।
আরবি/আরপি/৪ জুন, ২০১৭