ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:

গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:

0
1301

বিগত ২৫ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ, রবিবার, ৪৭তম জাতীয় সমবায় দিবসে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি গাজীপুর জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পদক অর্জন করেছে।

একই দিনে কালীগঞ্জ উপজেলার মধ্যে অত্র সমিতিকে একটি সফল সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি সনদ প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়।

গাজীপুর জেলা সমবায় কার্যালয় কর্তৃক জেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব জাহাঙ্গীর আলম এবং জেলা সমবায় কর্মকর্তা আবুল খায়ের’র কাছ থেকে সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারপ্রাপ্ত চেয়াম্যান ডেভিড রোজারিও, জেনারেল সেক্রেটারি সুরেন রিচার্ড গমেজ এবং ট্রেজারার নন্দন আগষ্টিন ক্রুশ এবং কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে থানা সমবায় অফিসার শাহীন সুলতানার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির পক্ষে বোর্ড অব ডিরেক্টর সঞ্জিত গডিনু ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান দিলীপ মোহন রোজারিও ।

মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যাত্রা শুরু হয় ২০১২ সালের জুন মাসে ৩০জন সদস্য এবং ৯৯ হাজার টাকা মূলধন নিয়ে। বর্তমানে সমিতির সদস্য হয়েছে ৫৩৩জন এবং সম্পদ পরিসম্পদের পরিমাণ ৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে সমিতিটি সমবায় বাজার, কেএসবি ট্রেনিং সেন্টার, কেএসবি বির্ল্ডাস, বিউটি পার্লার, জীম, প্লট ক্রয়-বিক্রয়, এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া প্রক্রিয়াধীন রয়েছে কেএসবি স্কুল, এবং রিসোর্ট।