ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট গাব্রিয়েল রিবেরূর অনন্ত ধামে যাত্রা

গাব্রিয়েল রিবেরূর অনন্ত ধামে যাত্রা

0
314

খ্রিষ্টান সমাজের একজন নিবেদিত প্রাণ গাব্রিয়েল রিবেরু আজ আর আমাদের মাঝে নেই। তিনি গতকাল দুপুর ২.৪০ মিনিটে আমেরিকায় থাকা অবস্থায় না ফেরার দেশে চিরকালের জন্য চলে গেছেন।

তিনি ছিলেন একজন শিক্ষক, সমাজ সেবক, সংগঠক এবং পরসেবায় ব্রতী।

১৯২৬ সালের ২২ জুলাই গাজীপুর জেলার কালিগঞ্জ থানার রাঙ্গামাটিয়া মিশনের বড় সাতানি পাড়া গ্রামে তার জন্ম। গ্রামেই তার শিক্ষা জীবন শুরু হয়। তিনি সেন্ট গ্রেগরী স্কুলে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

গাব্রিয়েল রিবেরূ ঢাকা ক্রেডিটের পরপর ৪ বার ভাইস-প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯-৮০, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৬ এবং ১৯৮৬-৮৮ সাল পর্যন্ত এবং ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত সুপার ভাইজার কমিটির সদস্য হিসেবে সেবা দিয়েছেন।

এরপর পরই তিনি আমেরিকা প্রবাসী হন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই ছেলে এবং দুই মেয়ের জনক।

তার মৃত্যুতে ঢাকা ক্রেডিট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার কল্যাণ কামনা করেছে। সেই সাথে তার আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।