ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মৃত্যুঞ্জয় রেমার প্রয়াণ

গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মৃত্যুঞ্জয় রেমার প্রয়াণ

0
450
ছবি: সংগৃহীত

ডিসিনিউজ ॥ ঢাকা

গারো সম্প্রদায়ের খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মাইকেল মৃত্যুঞ্জয় রেমা ঢাকার মিরপুরে ডেল্টা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯ মার্চ, শ্বাসকষ্টজনিত কারণে ভোর সাড়ে ৪টায় তিনি প্রাণত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের ব্যাঙ্গালোরে যান। সেখান থেকে ফিরে আসার দিনই তিনি আবারো শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং তাকে রাজধানীর মিরপুর ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই প্রাণ ত্যাগ করেন।

মৃত্যুঞ্জয় রেমা দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ‘সাওগিত্তাল’ অনুষ্ঠানের পরিচালক ছিলেন। তিনি বহু গানের সুরকার, পরিচালক ও প্রযোজনা করেছেন।

বিশিষ্ট এই গুণী সঙ্গীত পরিচালক তাঁর দীর্ঘ কর্মময় জীবনে প্রায় ২৫০০ গানে (কথা ও সুর) প্রযোজনা করেছেন।