ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গুলশানে সড়ক দুর্ঘটনায় ত্রিপুরা নারী নিহত

গুলশানে সড়ক দুর্ঘটনায় ত্রিপুরা নারী নিহত

0
1351

|| ডিসি নিউজ ||
রাজাধানীর গুলশান এলাকায় পপি ত্রিপুরা নামের এক যুবতী প্রাইভেট কারের চাপায় নিহত হন শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়। তিনি ঢাকা ক্রেডিটের সদস্য ছিলেন।

গুলশানের একটি বিউটি পার্লারে কাজ করার উদ্দেশে পপি ত্রিপুরা এবং তার আত্মীয় শ্রাবন্তী ত্রিপুরা রিক্সা যোগে নতুন বাজার থেকে গুলশান যাচ্ছিলেন। তখন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ঘ ১৩-০৯০২) পেছন থেকে রিক্সাকে ধাক্কা দিয়ে পপিকে চাপা দিয়ে চলে যায়। শ্রাবন্তী দূরে ছিটকে পড়ে গিয়ে আহত হন। পপিকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পপি ত্রিপুরা বান্দরবনের থানচির স্থায়ী বাসিন্দা। পপি বান্দরবান সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি ঢাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন। পার্লারে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় স্পটেই নিহত হন।

সিসি ক্যামেরায় গাড়ির নাম্বার ধরা পড়ার পরেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।