শিরোনাম :
গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলাকারীদের বিরুদ্ধে চার্চশিট দাখিল
ডিসি নিউজ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ ও হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন পুলিশ পিবিআইয়ের গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার।
চার্জশিটে অভিযুক্ত ৯০ আসামির মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, মাহিমাগঞ্জ সুগার মিলের (জিএম-অর্থ) নাজমুল হুদা, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম ও আইয়ুব আলী। অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ২৫ জন গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও তারা সবাই জামিনে আছেন।
গাইবান্ধাার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের অধিবাসী ডাক্তার ফিলিমন বাস্কে ডিসি নিউজকে জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের প্রধান ও এক নম্বর আসামী সাবেক এমপি আবদুল কামাল আজাদ তার নাম চার্জশিটের তালিকায় নেই। এছাড়া আরো আসামী হিসেবে ছিলেন রংপুর চিনি কলের এমডি আব্দুল আওয়াল, ইউএনও আবদুল হান্নাস, ওসি সুব্রত কুমার এবং স্থানীয় চেয়ারম্যান (যিনি সাঁওতালদের পক্ষে আন্দোলনে কমিটির সভাপতি ছিলেন) শাকিল আখন্দ বুলবুল। কিন্তু চার্জশিটে তাদের কোন নাম নেই। সাবেক এমপি আজাদ এবং চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল এই হামলা ও অগ্নিসংযোগের মূল পরিকল্পনা ও ষড়যন্তকারী ছিলেন।
চার্জশিট হাতে পাওয়ার পরে উক্ত আসামীদের নাম না থাকায় সাঁওতাল অধিবাসীরা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করে আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। রাস্তা অবরোধ থাকার খবর পেয়ে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, থানার বর্তমান ওসি এবং ইউএনও এসে হামালায় আক্রান্ত সাঁন্তালদের সঠিক বিচার প্রদানের আশ^স্ত করেন।
ডাক্তার ফিলিমন বাস্কে আরো জানান, ৩০ জুুলাই গাইবান্ধায় একটি সংবাদ সম্মেলন করবেন।
এইচআর/এসসি/০৭/২৮/২০১৯