শিরোনাম :
গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে আগুন দেয়ার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিসিএ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
৫ জানুয়ারি, এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
৩ জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নিরীহ আদিবাসী নারী ফিলোমিনা হাসদাকে মারধর ও বাড়ীতে আগুন দেয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
এই ঘটনায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ গাইবান্দা ও উত্তরাঞ্চলসহ দেশের সকল আদিবাসীদের জমি-জমা, বাড়ী-ঘর ও সম্পদসহ তাঁদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
এদিকে গাইবান্ধা শহরে আদিবাসী নারীকে মারধর ও অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ। তারা বলেন, শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজন সাঁওতাল নারী ফিলোমিনা হাসদা(৫৫) কে মারধর ও তার বাড়ি পুড়িয়ে দেয়। নির্যাতনের শিকার হাসদা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছে।
গাইবান্ধার থানার বরাতে জানা যায়, ঘটনার ফিলোমিনার ছেলে বাদী হয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামী করে একটা মামলা করেন কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয় ন।