ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট গৌরবের ৬৫ বছরে ঢাকা ক্রেডিট

গৌরবের ৬৫ বছরে ঢাকা ক্রেডিট

0
567

রবীন ভাবুক || ঢাকা
(জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ খ্রিষ্টাব্দ)
গত একটি বছর নতুনভাবে নবোদ্যমে উন্নয়নের পথযাত্রায় অটল থেকে সদস্যসেবায় নিয়োজিত ছিল বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। করোনাভাইরাসের দ্বারা সৃষ্ট মহামারির এই সময়কালে সকল কিছুকে বিবেচনায় নিয়ে সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গলের কথা চিন্তা করেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। আজ ৩ জুলাই। এই প্রতিষ্ঠানের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত একটি বছরে ঢাকা ক্রেডিটের মহাকর্মযজ্ঞের বিবরণ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:

২০১৯ খ্রিষ্টাব্দের ৩ জুলাই ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিন নয় জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদানসহ ঢাকা ক্রেডিটের নিজস্ব অ্যাপ উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের সমবায় অঙ্গনে প্রথম ও এক যুগান্তকারী পদক্ষেপ।
১৩ জুলাই ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ২৪ জন খ্রিষ্টান যুবক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইন্সেস গ্রহণ করেন। ১০ আগস্ট ড্রাইভিং পেশায় নিয়োজিতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০ জুলাই আইটি পেশাজীবীদের নিয়ে ঢাকা ক্রেডিটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্মিয়মান ৩০০ শয্যা ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের অগ্রগতি নিয়ে ২১ জুলাই ভারতীয় প্রতিনিধি দলের সাথে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষে ঢাকা ক্রেডিটের বর্তমান প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ‘ভাষা সৈনিক জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৯’ লাভ করেন।
চৌষট্টি বছরের ইতিহাসে প্রথমবারের মতো নতুন আঙ্গিকে ঢাকা ক্রেডিটের বাজেট উপস্থাপনের প্রক্রিয়া আরম্ভ হয়। মাঠ পর্যায় থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রস্তাবিত ১২ শ ৫০ কোটি টাকার বাজেট উপস্থাপন করে ঢাকা ক্রেডিট। ১৭ আগস্ট সমিতির বিকে গুড কনফারেন্স হলে সকল প্রকল্প ও সেবাকেন্দ্রের ম্যানেজার-ইনচার্জদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।
২২ – ২৪ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা-বাগানে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অনুষ্ঠিত শিক্ষা সফরে ঢাকা ক্রেডিটের কর্মকর্তাসহ প্রায় চার শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিত হন।
৩১ আগস্ট ঢাকা ক্রেডিটের হাসনাবাদ বহুমুখী প্রকল্প ও সেবাকেন্দ্রের অফিস আশীর্বাদ করেন ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
৪ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসের গার্ড-সদস্যসহ রিসোর্ট ও ট্রেনিং সেন্টারের কর্মীদৈর নিয়ে অনুষ্ঠিত হয় অরিয়েন্টেশন (অবগতকরণ) অনুষ্ঠান।
৮ সেপ্টেম্বর ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের সোনামণিদের নিয়ে গ্র্যান্ডস-পেরেন্টস-ডে পালন করা হয়। ১৪ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা।
২০ সেপ্টেম্বর ক্রেডিটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবগতকরণ ও সদস্যদের ঋণখেলাপি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক শিক্ষা সেমিনারের আয়োজন করে ঢাকা ক্রেডিট। ২১ সেপ্টেম্বর নারায়নগঞ্জের মদনপুরে, ২৬ অক্টোবর পুরান ঢাকার ধলপুর এলাকায় আউটফল তেলুগু কমিউনিটি স্কুলে, ২ নভেম্বর মহাখালীতে, ৮ নভেম্বর পাগারে ও কালীগঞ্জের মঠবাড়ীতে, ৯ নভেম্বর শুলপুরে, ১৫ নভেম্বর কালীগঞ্জের নাগরীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়।
২৫ সেপ্টেম্বর বারিধারাস্থ ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাসের সাথে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এবং ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ৩০ সেপ্টেম্বর ঢাকা ক্রেডিট পরিচালিত স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
৪ অক্টোবর তৎকালীন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় ঢাকা ক্রেডিটের ৫৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে ১৫ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৯ উপলক্ষে শিক্ষার্থীদের সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৯ অক্টোবর ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু সি গমেজ আনুষ্ঠানিকভাবে অবসর নেন এবং ৩ নভেম্বর লিটন টমাস রোজারিও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
২ নভেম্বর সমবায় দিবসে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ক্রেডিটের স্টল পরিদর্শনের সময় সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা ক্রেডিটের কার্যক্রমের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। ৫ নভেম্বর ঢাকা ক্রেডিট ছাত্র প্রকল্পের নবীনদের অরিয়েন্টেশন প্রদান করা হয়।
১১ নভেম্বর ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ছাত্রীদের স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চালস্ জে. ইয়াং-এর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ দিন সন্ধ্যায় ফাদার চালস্ জে. ইয়াং ফাউন্ডেনের শুভ উদ্বোধন করা হয়।
২৩ নভেম্বর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করা হয় তেজতুরীবাজারে ঢাকা ক্রেডিটের বহুমুখী প্রকল্পের বহুতল অবকাঠামো ‘টি রোজারিও ভবন’।
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ২৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্রেডিটের পক্ষে তৎকালীন প্রেসিডেন্ট তথা ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল কিমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ ও নির্মাণ প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লি-এর পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আফতার উদ্দিন হাসপাতাল নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর করেন।
২৯ নভেম্বর নারায়নগঞ্জের মদনপুরে ঢাকা ক্রেডিটের পিটার ভবন উদ্বোধন করা হয়। ১ ডিসেম্বর ঢাকা ক্রেডিটে সুইট ডিসেম্বর পালন, ২ ডিসেম্বর বিউটি পার্লার প্রকল্পের কর্মীদের প্রফেশনাল গ্রুমিং ওরিয়েন্টেশনের আেেয়াজন করা হয়।
৭ ডিসেম্বর ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহীর বিশপ জেভার্স রোজারিও ডিডি। ৭ ডিসেম্বর নারী ক্ষমতায়নে নদ্দায় বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার এবং নারী হোস্টেলের উদ্বোধন করা হয়।
বাংলাদেশে সমবায়ের ইতিহাসে স্বাক্ষর রেখে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট এটিএম বুথ সার্ভিস শুরু করে। ১১ নভেম্বর সমিতির প্রধান কার্যালয়সহ ঢাকা মেট্রোপলিটান সিটির বিভিন্ন সেবাকেন্দ্রে এবং ২১ ডিসেম্বর নাগরী, ২২ জানুয়ারি পাগাড়, ২৮ জানুয়ারি বান্দুরায় মোট ১০টি এটিএম বুথের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
১৩ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ ২২ সদস্যের নতুন বোর্ড বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ হিসেবে জয় লাভ করেন।
২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাবু মার্কুজ গমেজের নেতৃত্বাধীন বোর্ড নতুন বোর্ডের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। ওই দিন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ঢাকা ক্রেডিট-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
১৪ ডিসেম্বর সাভারে নির্মল রোজারিও কমপ্লেক্স ও প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়। ২০১৯-এর ১৬ ডিসেম্বর প্রতি বছরের মতো ঢাকা ক্রেডিট মিলনমেলা ও কীর্তন প্রতিযোগিতার আয়োজন করে। একই দিন বিজয় দিবস উপলক্ষে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডের একটি প্রতিনিধি দল সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলামের সাথে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময় করেন। ১৮ জানুয়ারি ঢাকা ক্রেডিটের বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০২০, ২৮ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত কর্মীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম, ২৯ জানুয়ারি ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ ফেব্রুয়ারি, ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি উক্ত শপথবাক্য পাঠ করান।
১৫ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট প্রদান ও নতুন শিক্ষার্থীদের বরণ, ২০ ফেব্রুয়ারি শিশুদের অমর একুশে বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শহীদ দিবস পালন করা হয়।
২৯ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের কর্মীদের নিয়ে আয়োজন করে পেশা পরিকল্পনা কর্মশালা। ৭ মার্চ ঢাকা ক্রেডিট আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। এ দিন দেশে ও সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৯ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রটেকশন ও প্রটোকল) রখফার সুলতানা খানম পিপিএম।
দিন আসে দিন যায়, কিন্তু কিছু ঘটনা রেখে যায় স্মৃতি। এভাবেই করোনা মাহামারি পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। স্থবিহ হয়ে যায় সাধারণ জীবনযাত্রা। করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশের প্রতিটি সেক্টরেই আঘাত হেনেছে চরমভাবে। সবচেয়ে বেশি আঘাত হেনেছে দেশের অর্থনীতিতে। সমবায় সমিতিও রেহায় পায়নি এর প্রভাব থেকে। এর মধ্য দিয়েও ঢাকা ক্রেডিট পাশে থেকেছে সদস্যদের।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে বর্তমান পরিচালনা পর্ষদ এই ক্রান্তিলগ্নে ঢাকা ক্রেডিটের সদস্যদের জন্য আর্থিক ও সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছেন। নিয়েছেন এই সংকট কাটিয়ে ওঠার নানামুখী পদক্ষেপ। সীমিত আকারে সদস্যদের অর্থ উত্তোলন, সমবায় বাজারের মাধ্যমে হোম ডেলিভারী সার্ভিস, মূল্যছাড়ে প্রান্তিক পর্যায়ের সদস্যদের মধ্যে পণ্য বিতরণ, জরিমানা মওকুফ, ঋণের কিস্তি প্রদানে সহজলভ্যতা, কমোডিটি ঋণসহ নানামুখী সুবিধার মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদ সদস্যদের পাশে থেকেছেন। এ ছাড়াও মাঠ পর্যায়ে করোনাভাইরাস সংক্রান্ত তাদের নানামুখী সচেতনতামূলক প্রচারণাও মানবতার জ্বলন্ত সাক্ষর রেখে যাচ্ছে।