শিরোনাম :
চট্টগ্রামের জামালখান ধর্মপল্লীতে খ্রিষ্ট বিশ্বাসের ৫০০ বৎসর পূর্তি উদযাপন
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
সম্প্রতি জামালখান ধর্মপল্লীর নির্মলা মা মারীয়ার গীর্জায় চট্টগ্রামে খ্রিষ্ট বিশ্বাসের ৫০০ বৎসর পূর্তি উদযাপন করা হয়েছে।
চট্টগ্রাম আর্চডায়োসিসের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস এম কস্তা সিএসসি মহা খ্রীষ্টযাগ অর্পণ করেন। খ্রীষ্টযাগ সহার্পণ করেন জামালখান ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ছিপ্রিয়ান অপু, সাথে ছিলেন ফাদার লেনার্ড রিবেরু, ফাদার মাইকেল রায়, ফাদার সজল প্রমূখ। খ্রিষ্টযাগের শুরুতে ১২টি মোমবাতি প্রজ্জ্বলন করেন আর্চবিশপ মজেস , ফাদার সিস্টার ও ধর্মপল্লীর খ্রিষ্টভক্তগণ।
খ্রিষ্টযাগের উপদেশে আর্চবিশপ মহোদয় বলেন, বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই। ৫০০ বছর পূর্বে কয়েকজন পর্তুগীজ খ্রীষ্টান বণিক চট্টগ্রামে আসেনন। তাঁরাই খ্রিষ্ট বিশ্বাসের প্রথম ধারক এবং প্রচারক। প্রায় ৮০ বছর কোন ব্রতধারী ছাড়া খ্রিষ্ট বিশ্বাস টিকিয়ে রেখেছেন।
নি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে কোন কিছুরই মালিক আমরা নই। সবই ঈশ্বরের দান ও করুণা। চিন্তা করতে হবে এ ৫০০ বছরে আমরা কি পেয়েছি, কি হয়েছি আর কি দিতে পেরেছি।
খ্রিষ্টযাগ শেষে রোজারিমালা আশীর্বাদ ও বিতরণ করা হয়। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান জামালখান ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ছিপ্রিয়ান অপু।
খ্রিষ্টযাগের পরে মিলনে আনন্দ লেখা ফেস্টুন ও বেলুন উড়ানো হয়।
বিকেল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে ধর্মপল্লীর যুব ও শিশু কিশোররা।