শিরোনাম :
চট্টগ্রামের দিয়াং-এ অনুষ্ঠিত হলো খ্রিস্টবিশ্বাসের ৫০০ বছর পূর্তির জুবিলী এবং মা মারীয়ার তীর্থোৎসব

‘ঐতিহ্য, উৎসব ও নবজাগরণ’ এ থীম নিয়ে আগে থেকেই চট্টগ্রামবাসিগণ শুরু করেছিলেন জুবিলীর প্রস্তুতি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দুদিনব্যাপি অনুষ্ঠান।

এ দিন বিকেল চারটায় কর্ণফুলী থানার দৌলতপুরস্থ মরিয়ম আশ্রম দিয়াংয়ের পুরাতন কবরস্থানে ৬০০ খ্রিস্ট ধর্মশহীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন ও আত্মার কল্যান প্রার্থনা, পাঁচটায় রোজারি গার্ডেন (আশ্রম) উদ্বোধন, সোয়া পাঁচটায় খ্রিস্টপ্রসাদীয় আরাধনা, সন্ধ্যা পৌনে সাতটায় মা মারিয়ার প্রতি ভক্তি প্রদর্শন করে শোভাযাত্রাসহ জপমালা প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার অনুষ্ঠিত হয় মহাখ্রিষ্টযাগ।

চট্টগ্রামে পর্তুগিজ বণিকদের আগমনের সঙ্গে সঙ্গে ১৫১৮খ্রীষ্টাব্দে পূর্ববঙ্গে খ্রিস্টবিশ্বাসেরও আগমন ঘটে। ১৫৩৭ খ্রিস্টাব্দ থেকে পর্তুগিজ বণিকরা চট্টগ্রামে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তাদের ধর্মীয় যত্ন নেওয়ার জন্য ১৫৯৮ সালে দক্ষিণ ভারতের কোচিন ডাইয়োসিস থেকে বঙ্গদেশে প্রথম মিশনারিরা আসেন।
‘প্রথম মিশনারি জেজুইট ধর্মসংঘের পুরোহিত ফাদার ফ্রান্সেসকো ফার্নান্দেজ দিয়াংয়ে পূর্ববঙ্গের প্রথম গির্জা নির্মাণ করেন ১৫৯৯ খ্রিস্টাব্দে। ১৬০০ খ্রিস্টাব্দে তিনি পাথরঘাটা বান্ডেল রোড ও জামালখানে ২টি গির্জা নির্মাণ করেন।’

উল্লেখ্য, চ্ট্টগ্রাম আর্চডায়োসিসের খ্রিস্টভক্তের সংখ্যা ৩৩ হাজার, দেশে ৩ লাখ ৮০ হাজার। যা দেশের জনসংখ্যার মাত্র দশমিক ৩ শতাংশ।
ডিসিনিউজ/আরবি.এমডি. ৮ ফেব্রুয়ারি ২০১৯
































































