ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রামের বিভিন্ন পুজা মন্ডপে মহাসমারোহে দূর্গাপুজা, আজ ছিল মহা অষ্টমী, কুমারী পুজা

চট্টগ্রামের বিভিন্ন পুজা মন্ডপে মহাসমারোহে দূর্গাপুজা, আজ ছিল মহা অষ্টমী, কুমারী পুজা

0
871

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও সার্বজনীন দূর্গা পুজার আজ ছিল তৃতীয় দিন, মহা অষ্টমী। এদিন কুমারী পুজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্রমতে, ১-১৬ বছরের সুদর্শনা ও সুলক্ষনা যেকোন বর্ণ ও গোত্রের কুমারীকে মায়ের আসনে বসিয়ে পুজা করার কথা বলা হয়েছে।

নগরীর পাথরঘাটার রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে মহা অষ্টমীর দিনে কুমারী পুজায় মায়ের আসনে বসানো হয়েছে সাত বছরের  শ্রেয়সী বিশ্বাস তাথৈকে। আজ সকাল ১০টার দিকে শ্যামল সাধু মোহন্ত মহারাজের পৌরহিত্যে কুমারী পুজা অনুষ্ঠিত হয়।

প্রতিদিনই নগরীরর বিভিন্ন পুজা মন্ডপ পুজারী ও অন্যান্য ধর্মের দর্শনার্থীদের মিলনমেলায় পরিনত হয়।

পুজা করতে আসা নীলিমা দাশ বলেন, ‘মা দূর্গাকে প্রণাম ও পুজা দিতে এসেছি। এবারের পুজা মন্ডপ ও পুজার আনুষ্ঠানিকতা অনেক বেশী সুন্দর হয়েছে, অনেক ভাল লাগছে”।

পুজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারীও করা হচ্ছে।

এবার নগরীতে ২৫৫টি মন্ডপে দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলায় ১৮২৫টি এবং সারাদেশে মোট ৩১,২৭২টি মন্ডপে পুজার আয়োজন করা হয়েছে।

ডিসিনিউজ/আরবি.এমসি. ১৮ অক্টোবর ২০১৮