শিরোনাম :
চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে চার জনের মর্মান্তিক মৃত্যু
ঘূর্ণিঝড় ‘তিতলি’ চট্টগ্রামে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে একটানা প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে মৃৃত্যু হয়েছে একই পরিবারের ৩জন নারীসহ ৪জনের।
নিহতরা হলেন, গৃহবধু নুরজাহান(৪৫), তার মা বিবি জোহরা(৬৫) এবং নুরজাহানের আড়াই বছরের শিশুকন্যা নুরবানু। নিহত অন্যজন হলেন রিক্সাচালক মিন্টু(৪৫)।
স্থানীয়রা জানান গতরাত(১৪ অক্টোবর) ২টার সময় নগরীর আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী এলাকায় কাঁচা ঘরের উপর পাহাড় ধসে পড়লে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়। একই রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় দেয়াল ধসে এক রিক্সাচালকের মৃৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে ঘরের উপর পড়ে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভোরের দিকে ৩টি লাশ উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের খাঁজে ও পাদদেশে অনেকেই অবৈধভাবে বসতি গড়েছে, তাদেরকে বার বার সরে যেতে বলা হলেও তারা যায়নি। আশ্রয়কেন্দ্র খোলা হলেও রাতের বেলা আবার ঘরে ফিরে যায়। তবে এ দূর্ঘটনার পর তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
নিহতদের পরিবারপ্রতি ২০,০০০/-টাকা প্রদান করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, চ্ট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে প্রতিবছর পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ঘটে।
ব্যাপকভাবে পাহাড় কাটা ও পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসত গড়ে তোলাই এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ডিসিনিউজ/আরবি.এমডিসি. ১৫ অক্টোবর ২০১৮