শিরোনাম :
চট্টগ্রামে প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার ও সাধু যোসেফের পর্ব পালন
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
১৯ মার্চ চট্টগ্রামের পাহাড়তলি উপ ধর্মপল্লীতে প্রায়শ্চিত্তকালীন যুব সেমিনার ও সাধু যোসেফের পর্ব পালন করা হয়। সেমিনারের মূলসুর ছিল ‘পবিত্রতার সাথে আমার কাছে ফিরে এসো এবং আমাকে অনুসরণ করাে।’
সেমনিারে ৩৬ জন যুবক যুবতী, ৭জন এমসি সিস্টার ও ২জন ফাদার উপস্থতি ছিলেন।সিস্টার তপতী এসএমআরএ পরিচালিত প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়।
সিস্টার এগনেস এমসি তাঁর ক্লাসে ব্যাখ্যা করনে কিভাবে বিভিন্ন প্রলােভনের মাধ্যমে যুব জীবনে পাপ আসে, যুব সমাজ বিনোদনের জগতে ডুবে থাকে।
মূলবক্তা ফাদার পঙ্কজ পেরেরা বলেন, ‘যিশুকে অনুসরণ করতে হলে পবিত্র হতে হবে। যেমন পবিত্রতা ও ধৈর্যসহকারে সাধু যোসেফ মা মারীয়াকে গ্রহণ করেছিলেন। তােমরা মন্ডলীর সেবক, মন্ডলী তােমাদের এবং মন্ডলীর দায়িত্ব তোমাদের। মন্ডলীর পবিত্র কাজে নিজেকে সঁপে দিতে হবে।’
ফাদার মাইকলে রায় যুবাদের উদ্দেশে বলনে, ‘পাপস্বীকারের মাধ্যমে নিজেকে পাপমুক্ত করে পবিত্র হওয়া যায়, নবীকৃত হওয়া যায়। প্রায়শ্চত্তিকালে যুবাদের আধ্যাত্মিকভাবে উজ্জীবিত রাখার জন্যই মূলত এ সেমিনারের আয়ােজন করেছি।’
এরপরে সাধু যােসেফের প্রতিকৃতিতে মাল্যদান, পাপস্বীকার, ক্রুশের পথ ও খ্রিষ্টযাগের মাধ্যমে সেমিনার শেষ হয়।