শিরোনাম :
চট্টগ্রামে মান্দি সম্প্রদায়ের মিলন মেলা ‘ওয়ানগালা’
১৬ ডিসেম্বর, চট্টগ্রাম ক্যাথিড্রালে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম শহর ও এর আশেপাশে বসবাসরত গারো সম্প্রদায়ের মিলন মেলা ‘ওয়ানগালা’।
বছরে একবার অনুষ্ঠিত হয় এ ওয়ানগালা। একে অপরের সাথে মিলিত হওয়া ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দেয়া এ অনুষ্ঠানটি।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের প্রতি সম্মান জানানো হয়। এর পর ১৩টি গোষ্ঠির প্রতীক ১৩টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সকাল ১০টায় চট্টগ্রাম মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ মজেস কস্তা পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। এ সময় ক্যাথিড্রাল প্যারিশের পাল-পুরোহিত টেরেন্স রড্রিক্স, ফাদার রিগন ডি’কস্তা, ফাদার জেরোম ও অন্যান্য ফাদারগণ উপস্থিত ছিলেন।
খ্রীষ্টযাগের উপদেশে আর্চবিশপ বলেন, ‘ওয়ানগালা অনুষ্ঠানটি মূলতঃ প্রভুযীশু খ্রীষ্টকে আধ্যাত্মিক জগতের রাজা হিসেবে সম্মানিত করার দিন। সে হিসেবে খ্রীষ্টরাজার পর্বের দিন এটি উদ্যাপন করার কথা, কিন্তু যেহেতু খ্রীষ্টরাজার পর্বের দিন অফিস খোলার দিন তাই ১৬ ডিসেম্বর এটি করা হয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।’
তিনি আরো বলেন, মান্দি সম্প্রদায় আধ্যাত্মিকভাবে অনেক উর্বর, তাদের বিশ্বাসের গভীরতা আছে, তারা একত্রিত থাকে, তাদের মধ্যে সংহতি ও ভালবাসা বিরাজমান রয়েছে।
অনুষ্ঠানে প্রায় এক হাজার আদিবাসী অংশ নেয়।