ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম ও রাজশাহীতে ২৩ মার্চ থেকে গির্জায় খ্রিষ্টযাগ হবে না

চট্টগ্রাম ও রাজশাহীতে ২৩ মার্চ থেকে গির্জায় খ্রিষ্টযাগ হবে না

0
1824

ডিসিনিউজ, ঢাকা:
চট্টগ্রাম ও রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের সকল ধর্মপল্লীতে ২৩ মার্চ সোমবার থেকে খ্রিষ্টযাগ, উপাসনা, সভাসমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও তাঁর ফেসবুকে লিখেন, ‘ রাজশাহী ধর্মপ্রদেশের যাজকগণ, করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলার উদ্দেশে ২২ মার্চ রোববার খ্রিষ্টযাগে ঘোষণা দিন যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গির্জায় আর কোনো গণজামায়তে-উপাসনা-অনুষ্ঠান হবে না। পরবর্তী ঘোষণা ব্লক প্রধানদের মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে। আর সকল প্রকার ব্যক্তিগত পাপস্বীকার বাদ দিয়ে ক্ষমার আশীর্বাদ প্রদান করুন। করোনা সম্পর্কে সরকারের সকল নির্দেশনা সকলকে মেনে চলতে বলুন। অযথা বাইরে যেতে নিরুসাহিত করুন। অন্যের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলুন আর বারবার হাত ধুতে বলুন।’
একই ধরনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি। তিনি ফেসবুকে লিখেন, ‘রোববার, ২২ মার্চ চট্টগ্রাম আর্চডায়োসিসের সকল গির্জায় খ্রিষ্টযাগের উৎসর্গের পর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনের ও রবিবারের খ্রিষ্টযাগ ও যেকোনো ধরনের প্রার্থনা অনুষ্ঠানে খ্রিষ্টভক্তদের সমাগত বন্ধ করা হচ্ছে। প্রতি রোববারে সাড়ে ৪টায় ও সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম আর্চডায়োসিসের ব্যবস্থাপনায় ডায়োসিসের ফেসবুক পেইজ হতে খ্রিষ্টযাগ লাইভ দেয়া হবে। যাদের পক্ষে সম্ভব বাড়িতে বসে ফেসবুক লাইভ হতে খ্রিষ্টযাগে অংশগ্রহণ করুন।’
এদিকে সামাজিক যোগাযোগ মধ্যমে গির্জায় খ্রিষ্টযাগসহ সকল ধরনের উপাসনা আয়োজন না করার জন্য অনেকে অনুরোধ করেছেন। লিপেন রোজারিও নামে একজন খ্রিষ্টভক্ত তার ফেসবুক পেজে লিখেন, ‘যেখানে ইতালিসহ বিশে^র প্রায় সকল চার্চ বন্ধ, সেখানে আমাদের ধর্মীয় নেতারা কোনো গির্জা বন্ধ করছেন না।’ তিনি দ্রুত গির্জাগুলো বন্ধ করার আহ্বান জানান।
সাগর কোড়াইয়া লিখেন, ‘যেহেতু পুণ্যপিতা পোপ মহোদয় নিজেই খ্রিষ্টভক্তবিহীন খ্রিষ্টযাগ উৎসর্গ করছেন, তেমনি এখনই আমাদের বাংলাদেশ মন্ডলীর কোনো নির্দেশনা প্রস্তুত রাখা বাঞ্চনীয় মনে করি।’