ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম ক্যাথিড্রাল ধর্মপল্লীতে শিশু ও যুব বিষয়ক সেমিনার

চট্টগ্রাম ক্যাথিড্রাল ধর্মপল্লীতে শিশু ও যুব বিষয়ক সেমিনার

0
548

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

 ‘শিশু ও যুবাদের মধ্যে একতা ও নৈতিক মূল্যবোধ গঠন’ এ মূলসুর নিয়ে  ৬ ডিসেম্বর চট্টগ্রাম ক্যাথিড্রাল শিশু ও যুবদের নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিশু, যুব ও সহায়কসহ প্রায় ৫৫জন উপস্থিত ছিলেন। 

সকাল ৯টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন। এরপর প্রার্থনা পর্ব পরিচালনা করেন ফাদার সজল। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের কর্মকর্তা হেনরী ডায়েস, খ্রীষ্টফার কুইয়া, অশেষ রেমা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশু ও যুবাগণ একে অন্যের সাথে পরিচিত হন। ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের পক্ষ থেকে সেমিনারের উদ্দেশ্য সহভাগিতা করা হয়। সেমিনারের মূল উদ্দেশ্য হলো, শিশু ও যুবাদের মধ্যে একতা ও নৈতিক মূল্যবোধ গঠন এবং শিশু সুরক্ষা বিষয়ক সহভাগিতা ও শিশু সুরক্ষায় যুবাদের ভূমিকা।

সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ববোধ জাগিয়ে তুলতে ‘নেতৃত্ব কি? নেতৃত্বের গুণাবলী ও প্রকারভেদ’ বিষয়ে আলোচনা করা হয়। বলা হয়, তোমরাই একেকজন ভবিষ্যতের নেতানেত্রী। তোমরাই একদিন সমাজ পরিচালনা করবে।

‘শিশু সুরক্ষা বিষয়ক সহভাগিতা ও শিশু সুরক্ষায় যুবাদের ভূমিকা’ বিষয়ে আলোচনা  করেন ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের চাইল্ড প্রটেকশন অফিসার অশেষ রেমা। তিনি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ছবি  ও বাইবেলের বাণী প্রদর্শন করে শিশুদের সুরক্ষায়  যুবগণের দায়িত্ব ও কর্তব্য অবগত  করেন। 

নৈতিকতা  ও মূল্যবোধ বিষয়ক সহভাগিতা  করেন ফাদার লেনার্ড রিবেরু। সমাজে ও মন্ডলীতে নিজেকে যোগ্য করে তুলতে ও ভাল মানুষ হতে গেলে নৈতিকতা  ও মূল্যবোধের ভূমিকা সবচেয়ে বেশি এবং এ দুটি গুণই জীবনের মূল চালিকা শক্তি বলে উল্লেখ করা হয়। সবশেষ ‘এবারের বড়দিনে আমার প্রস্তুতি’ নিয়ে সহভাগিতা করেন যুবক যুবতী ও ব্রতধারীগণ। এরপর খেলাধূলা ও সমাপনী পর্বের মাধ্যমে সেমিনারটি শেষ হয়। বড়দিনের পূর্বে আধ্যাত্মিক প্রস্তুতি এবং শিশু ও যুবাদের মধ্যে পারষ্পারিক মেলবন্ধন গড়ে তোলাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য।