ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ হলেন বরিশালের বিশপ সুব্রত হাওলাদার

চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ হলেন বরিশালের বিশপ সুব্রত হাওলাদার

0
343

ডিসিনিউজ ।। ঢাকা

চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ হলেন বরিশালের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি।

বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এক বিবৃতিতে জানান, পূণ্যপিতা পোপ ফ্রান্সিস বিশপ সুব্রতকে চট্টগ্রাম আর্চডায়োসিসের আর্চবিশপ হিসেবে মনোনিত করেছেন।

রোম থেকে দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৫টায় এই ঘোষণা দেওয়া হয়।

বিশপ সুব্রত চট্টগ্রামের আর্চবিশপ হওয়াতে বরিশালবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছে। সেই সাথে চট্টগ্রামের খ্রিষ্টভক্তরাও তাঁকে গ্রহণ করতে উন্মুখ হয়ে রয়েছে। চট্টগ্রামের খ্রিষ্টভক্তরাও বিভিন্নভাবে বিশপ সুব্রতকে অভিনন্দন জানাচ্ছে।

নতুন আর্চবিশপ মনোনিত হওয়াতে অভিনন্দন জানিয়েছেন দেশসেরা খ্রিষ্টান আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া। তাঁরা বিশপের নতুন দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশপ সুব্রত চট্টগ্রামের নতুন আর্চবিশপ হওয়াতে বিশপকে অভিনন্দন জানিয়ে মঙ্গল কামনা করেন।

বিশপ সুব্রত ১১ সেপ্টেম্বর ১৯৬৫ খ্রিষ্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। ৩১ ডিসেম্বর ১৯৯৪ সালে যাজকাভিষেক লাভ করেন। ২০০৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ খ্রিষ্টাব্দে নতুন ধর্মপ্রদেশ বরিশালের বিশপ হিসেবে দায়িত্বগ্রহণ করেন।