শিরোনাম :
চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
২২ নভেম্বর, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন চড়াখোলা খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬-তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির সেক্রেটারী নিপু কর্নেলিয়াস পেরেরা’র সঞ্চালনায় চেয়ারম্যান কলিন্স টলেন্টিনু’র সভাপতিত্বে চড়াখোলা ফাদার উইস্ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৩-২৪ অর্থবছরের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তুমিলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ও দি মেট্টোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লিঃ, এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও ট্রেজারার সুকুমার লিনুস ক্রূশ অন্যান্য সমবায়ী নেতৃবৃন্দের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র বাইবেল পাঠ ও প্রারম্ভিম প্রার্থনার মধ্যে নিয়ে সাধারণ সভার কার্য়ক্রম শুরু হয়।
সভার সভাপতি কলিন্স টলেন্টিনু তার স্বাগত বক্তব্যে ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বর্তমান পরিচালনা পরিষদ সমিতির সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে।
“কোন ধরণের ঋণ পুরঃতপসিল ছাড়াই বর্তমান পরিষদ বিগত অর্থবছরে ৪ শতাংশ লভ্যাংশ বা অন্তঃর্বর্তীকালীন লভ্যাংশ সদস্যদের সঞ্চয়ী হিসেবে স্থানান্তরিত করেছে এবং ১% লভ্যাংশ প্রদানের প্রস্তাব করেছে। একই সাথে নিয়মিত ঋণ সদস্যদের ১০% রিবেট প্রদান করতে সক্ষম হয়েছে।” বলেন সভাপতি
সাধারণ সভার প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক বলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সদস্য সবাইকে ধন্যবাদন জানাই। সমবায় যখন বলি তখন আমাদের বিশ্বাসের মন্ত্র সিদ্ধ জনের সমবায়, অর্থাৎ আমরা সিদ্ধি লাভ করেছি আবার সেই পথেই চলছি। সুন্দর একটা বিশ্বাসের মন্ত্র দিয়ে সমবায় শুরু হয়েছিল।
“ক্রেডিট ইউনিয়নের মধ্যে যে খ্রীষ্টিয় গুণাবলির চর্চা হয় সেটা না থাকলে স্বর্গে কেউ জায়গা পাবে না। ক্রেডিট ইউনিয়ন এমন একটি উপায় যার মধ্যে দিয়ে খ্রীষ্ট সমাজে ঐশ রাজ্য তৈরি করছি।” বলেন কার্ডিনাল
গেষ্ট অব অনার পংকজ গিলবার্ট কস্তা বলেন, আমরা সমবায়ের লোক আর্থিক ও সামাজিক কাজ দুটোই করি। কিন্তু গতানুগতিক কাজ করে আমরা পিছিয়ে যাচ্ছি।
“পরিতাপের বিষয় হচ্ছে আমরা এখন এই সময়ে বিভিন্ন সমবায়ের সদস্য হয়ে অনেক জায়গা থেকে অর্থ ঋণ নিচ্ছি, সহজেই ঋণ পাওয়া যায় বলে, অনর্থক অনেক অর্থ খরচ করছি। অনেক সময় লোক দেখানোর জন্যই অর্থ খরচ করছি। এতে করে আমরা ঋণে জর্জরিত হচ্ছি। আমার মনে হয় এগুলো খরচ বাদ দিয়ে সঞ্চয়ের উপর জোর দিতে হবে।” বলেন কস্তা
তিনি, উৎপাদনমূখী ও উদ্যোক্তামূখী খাতে ঋণের ব্যবস্থা করার উপর গুরুত্ব দিতে বলেন, তিনি সদস্যদের ও সমবায়ী নেতৃবৃন্দের পরিশ্রমী হওয়ার উপর গুরুত্ব দিতে বলেন।
“আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মন্ডলী ও ক্রেডিট ইউনিয়ন মিলে প্রাথমিকভাবে ২০,০০০ ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্যোগ গ্রহণের বিষয়টি তুলে আনেন, যারা পরবর্তীতে ভালো প্রফেশনাল ও লিডার হবে।
বিশেষ অতিথি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, আমি মনে করি আমাদের শিশুদের শিক্ষার উপর গুরুত্ব দেয়ার চাইতে বড় কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। তাই, ছোট বেলা থেকেই আমাদের সন্তানদের ভালো শিক্ষা ও বিভিন্ন ভাষার শিক্ষা দেয়া উচিত।
ক্রেডিট ইউনিয়নগুলোকে এখন কর্মসংস্থান তৈরি জন্য কাজ করতে হবে উল্লেখ করেন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট।
তিনি উপস্থিত ঢাকা ক্রেডিটের সদস্যদের আগামী ২৯ নভেম্বর, ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভায় অংশ নেয়ার জন্য ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হতে নিমন্ত্রণ জানান।