শিরোনাম :
চলছে অমর একুশে বইমেলা ২০২৩
ডিসিনিউজ।।ঢাকা
বাংলা একাডেমি আয়োজিত একুশে গ্রন্থ মেলা-২০২৩। যেন হয়ে উঠে পাঠক এবং লেখকের মিলন কেন্দ্র।
অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়।
১৯৫২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। একাডেমি প্রাঙ্গণ ও এর পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে ‘পড় বই, গড়ো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ (বই পড়ুন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে দেশ গড়ুন) প্রতিপাদ্য নিয়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
১ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৩.০০ টা , অমর একুশে বইমেলা-২০২৩ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ চলবে অমর একুশে বইমেলা। সাপ্তাহিক দিনে বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, তবে রাত ৮.৩০ টার পর কেউ গেট দিয়ে প্রবেশ করতে পারেন না। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেটটি মূল প্রবেশদ্বার। এছাড়াও, শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর এবং ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর কাছাকাছি আরও তিনটি প্রবেশ ও প্রস্থান পথ রয়েছে।
৩০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মেলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।