ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন কটিল্ডা রড্রিক্স চিরতরে

চলে গেলেন কটিল্ডা রড্রিক্স চিরতরে

0
235

পরপাড়ে পাড়ি জমালেন কটিল্ডা রড্রিক্স। আজ সকালে পৃথিবীর মায়া ছেড়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। কটিল্ডা রড্রিক্স ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স এর মা।

বিকালে তেজগাঁও চার্চে কটিল্ডা রড্রিক্স এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ফা: কমল কোড়াইয়া এতে পৌরহিত্য করেন। পরে পরিবারের সদস্য ও আত্নীয়-স্বজনদের উপস্থিতিতে তেজগাঁও চার্চের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

পরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কটিল্ডা রড্রিক্স এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যান্যদের মধ্যে ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, এসিইও লিটন টমাস রোজারিও, মানবসম্পদ বিভাগের প্রধান সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, চিফ অফিসার সুদান গাইন, সেক্রেটারিয়েট ম্যানেজার স্বপন রোজারিও, সমবার্তার সম্পাদক রাফায়েল পালমা প্রমুখ উপস্থিত ছিলেন।