ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সভাপতি তনয় আনন্দ রেমা

চলে গেলেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সভাপতি তনয় আনন্দ রেমা

0
346

সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সভাপতি তনয় আনন্দ রেমা।

গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রাণত্যাগ করেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান এবং তিনি বেশকিছু দিন সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তার মৃত্যুতে গারো সমাজসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শোক প্রকাশ করেছে। ঢাকা ক্রেডিটের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে তাকে ফুলের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

শুক্রাবাদ ব্যাপ্টিস্ট চার্চের প্রার্থনা হলে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে ডিরেক্টর নীলু জন চাম্বুগং, সুপারভাইজরি কমিটির সদস্য মানিক লরেন্স রোজারিও এবং অবিনাশ নকরেক তনয় রেমাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তনয় রেমার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর তনয় রেমার মৃতদেহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহে সমাধীস্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।

তনয় আনন্দ রেমা দীর্ঘদিন ওয়ার্ল্ড ভিশন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি মৃত্যুকাল পর্যন্ত গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

 

আরবি/এসডিএস/১১ ফেব্রুয়ারি, ২০১৮