শিরোনাম :
চলে গেলেন গীতিকার ও সুরকার বিভুরঞ্জন বাড়ৈ
মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেলেন গানের সাধক বিভুরঞ্জন বাড়ৈ। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ ছিলেন বিভু রঞ্জন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক।
বিভুরঞ্জন বাড়ৈ ২০ জুলাই (শুক্রবার) রাত ২ টায় ঢাকাতে তার ছেলের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, অতিরিক্ত ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শেষে মৃত্যুবরণ করেন।
বিভুরঞ্জন বাড়ৈ ছিলেন বরিশালের প্রথম হারমনিয়ম বাদ্যকার এবং তিনি ও তার বাব সুনিল বাড়ৈ দুজনেই ভিন্ন ধরনের ধর্মীয় গান রচনা করতেন এবং সুর দিতেন।
গত ২১ জুলাই বিভু রঞ্জন বাড়ৈর মৃতদেহ বরিশাল ক্যাথলিক কবরাস্থানে সমাধিস্ত করা হয়। তাঁর মৃত্যুতে বরিশাল খ্রিষ্টভক্ত এবং সাধারণ মানুষ শোকাহত। তিনি থাকবেন আমাদের সবার মনের মাঝে তাঁর লেখা গান ও সুরে।
উল্লেখ্য, ধর্মীয় উপাসনা সঙ্গীত বই ‘গীতাবলীতে’ বিভুরঞ্জন এবং তাঁর পিতার অসংখ্য জনপ্রিয় গান স্থান করে আছে।
আরবি.আরপি. ২৩ জুলাই ২০১৮