ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন নাগরীর সিপ্রিয়ান রোজারিও

চলে গেলেন নাগরীর সিপ্রিয়ান রোজারিও

0
578

ডিসিনিউজ

সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা সিপ্রিয়ান রোজারিও। তিনি ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও’র মামা।

আজ (১০ জুলাই) ভোর ৬ টা ৪৫ মিনিটে নিজ বাড়ি নাগরীর ধনুনে বার্ধক্যজনিত কারণে প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সিপ্রিয়ান রোজারিও বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন। তিনি চাকরির পাশাপাশি সমাজসেবা ও সমবায় আন্দোলনের একজন নিবেদিত ব্যক্তি ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের প্রাক্তন উপদেষ্টা, নাগরী ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা ও উপদেষ্টা, চট্টগ্রাম রেলওয়ে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন। এ ছাড়াও তিনি নাগরী প্যারিস কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান, নাগরী বাজার কমিটির ট্রেজারারসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ফুলবিন রোজারিও ও ২ ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। ১৯৪২ সালে পিতা মথি রোজারিও ও মাতা বেনেডিক্টা রোজারিও’র কোলজুড়ে জন্ম নেন।

আজ বিকাল ৪টায় নাগরী মিশনে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে তাকে সমাধিস্থ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও ও তার পিতা-মা, ক্রেডিট কমিটির সেক্রেটারি জনি এস. গমেজ, কর্মী তুষার রোজারিও, নাগরী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, নাগরী ক্রেডিটের কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকে।

সিপ্রিয়ান রোজারিও’র মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ঢাকা ক্রেডিট পরিবার।