ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট চলে গেলেন প্রশান্ত হিউবার্ট পালমা

চলে গেলেন প্রশান্ত হিউবার্ট পালমা

0
751

চলে গেলেন প্রশান্ত হিউবার্ট পালমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেমেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

প্রশান্তের বাড়ি গাজীপুর জেলার অধীন কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ধর্মপল্লীর চড়াখোলা গ্রামে। ২ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ অনুভব করলে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল (৪/২/১৭) বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক হেপাটাইটিস-বি-কে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন।

আজ ৫ ফেব্রুয়ারি, রোববার, বিকাল ৩টায় তুমুলিয়া দীক্ষাগুরু সাধু যোহনের গির্জায় প্রশান্ত হিউবার্ট পালমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পরে তুমুলিয়া ধর্মপল্লীর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

IMG_1040প্রশান্ত হিউবার্ট পালমার মৃত্যুতে তুমুলিয়া, চড়াখোলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি, সংগঠন শোক জানিয়ে শ্রদ্ধাঘ্য অর্পণ করে।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও সদস্য রিপন মথি গমেজ শ্রদ্ধাঘ্য নিবেদন করেন। শ্রদ্ধাঘ্য নিবেদন করেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ভাইস-প্রেসিডেন্ট অনিল লিও কস্তা এবং চড়াখোলা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট প্রশান্ত যোহন পালমা (অপু)।

এ ছাড়া তুমুলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, জাগরণী সংঘ, পি.এইচ.বি খ্রিষ্টান যুব কল্যাণ সমিতি, ঢাকা ক্রেডিটের তুমিলিয়া সেবা কেন্দ্রসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে।

প্রশান্ত হিউবার্ট পালমা তার জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি একজন ভাল সমবায়ী ছিলেন ও স্থানীয় ক্রেডিট ইউনিয়ন ছাড়াও ঢাকা ক্রেডিট, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি-এর সদস্য ছিলেন। ১৯৯৭ সাল থেকে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি স্থানীয় খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে কাজ করেছেন। ইউনিয়নের সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদানে তিনি সবসময় নিবেদিত প্রাণ ছিলেন।

আরপি/আরবি/এসএস/ ৫ ফেব্রুয়ারি, ২০১৭