ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চলে গেলেন বাংলাদেশের আইকন নৃত্যশিল্পী শিপ্রা প্যারিস

চলে গেলেন বাংলাদেশের আইকন নৃত্যশিল্পী শিপ্রা প্যারিস

0
1234

ডিসিনিউজ ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন আইকন নৃত্যশিল্পী শিপ্রা প্যারিস। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

২২ ফেব্রুয়ারি সকাল ৭টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। শিপ্রা প্যারিস দীর্ঘদিন ধরে জিবিএস রোগে ভুগছিলেন। যা একটি বিরল এবং জটিল রোগ। তিনি এই রোগের কারণে প্যারালাইসিস অবস্থায় হাসপাতালে অবস্থান করছিলেন।

বিকাল সাড়ে ৫টায় নির্মলা মারিয়ার গির্জায় শেষকৃত্যের খ্রিষ্টযাগে পর তাঁকে সমাহিত করা হবে।

তিনি মৃত্যুকালে স্বামী ও এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।

শিপ্রা প্যারিসের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা মৃত শিপ্রা প্যারিসের আত্মার কল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শিপ্রা প্যারিস বাংলাদেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি সমান তালে নৃত্যশিল্পে অবদান রেখেছেন। লাভ করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।