ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চাঁন্দপুরে আদিবাসীর বর্ণিল ঐতিহ্যগত সাংস্কৃতিক সম্মেলন: ডিসিনিউজের প্রতি কৃতজ্ঞতা

চাঁন্দপুরে আদিবাসীর বর্ণিল ঐতিহ্যগত সাংস্কৃতিক সম্মেলন: ডিসিনিউজের প্রতি কৃতজ্ঞতা

0
475

হবিঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল ২১ জুলাই (শনিবার) বিকাল ৩ ঘটিকায় বিভিন্ন আদিবাসীর বিভিন্ন সমস্যা, মানবাধিকার নিয়ে আলোচনা ও ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আইপিডিএস’র উদ্যোগে ইউএনডিপি’র অর্থায়নে আদিবাসীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনধারা তুলে ধরা ও বিভিন্ন কারণে বিলুপ্তির পথে নিজেদের সংস্কৃতি ধরে রাখার লক্ষ্য নিয়েই এ আয়োজন। এ ছাড়াও এদেশের মাটিতে আদিবাসীরা যে সংগ্রাম করে বাস করচ্ছে, পাচ্ছে না ভূমি অধিকারসহ নানা সুযোগ সুবিধা এবং এদিকে প্রশাসনের নেই কোন উদ্যোগ।

অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী গারো, সাঁওতাল, মুন্দা, ত্রিপুড়াসহ আরো কয়েকটি জাতিগোষ্ঠী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে স্হানীয় আদিবাসী সাঁওতাল ঐতিহ্যগত ঝুমুর নৃত্যর মধ্য দিয়ে মঞ্চে বরণ করে নেওয়া হয়।

প্রধান‌ অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ তার বক্তব্যে বলেন, ‘হবিগঞ্জ জেলার অনেক আদিবাসী ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গুলো বাস করচ্ছে। তাদের জীবনমান উন্নয়ণের জন্য আমরা প্রতিটি গ্রামে-গ্রঞ্জে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, বিদ্যুৎ সরবারহ ও রাস্তাঘাট নির্মাণ এবং উন্নয়নের জন্য কাজ করছি।’

জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, ‘প্রয়োজনে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্কুল দেওয়া হবে। সেই সাথে সাবধান করেন মাদক থেকে দূরে থাকার জন্য প্রায় বিশ মিনিটের মত বক্তব্যে।’

অনুষ্ঠানে লস্করপুর ভ্যালি সভাপতি রবিন্দ্র গৌঁড়সহ আরো কয়েকজন বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের হবিগঞ্জ জেলার সভাপতি স্বপন সাঁওতাল। বিশেষ অতিথি ছিলেন‌ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আকবর হোসেন জিতু, রিপন চন্দ্র বানাই (প্রকল্প সন্ময়কারী ইউএনডিপি ও আইপিডিএস)।

এ ছাড়াও স্হানীয় ও বিভিন্ন ইউপি সদস্য, চা বাগান ভ্যালি সভাপতি, পঞ্চায়েত সভাপতিসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্হানীয় এলাকার আদিবাসী জনগনণ উপস্তিত ছিলেন।

এদিকে উক্ত দিনেই বেলা ১২ টায় আবারো আইপিডিএস এর আয়োজনে ইউএনডিপির অর্থায়নে সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুড়াপুঞ্জিতে ত্রিপুড়া আদিবাসীদের নিয়ে এক আলোচনা সভা বসে। পুঞ্জির হেডম্যান চিও দেববর্মার সভাপতিত্বে উপস্তিত ছিলেন‌ পুঞ্জির‌ জনপ্রতিনিধিগণ।‌ উপস্তিত ছিলেন‌ রিপন‌ চন্দ্র বানাই (প্রকল্প সন্ময়কারী আইপিডিএস ও ইউএনডিপি)।

উল্লেখ্য এই ত্রিপুড়াপুঞ্জির আদিবাসীর প্রথম আলোচনাটি গত ১২ জুলাই dcnewsbd.com – এ প্রকাশ করা হয়েচ্ছিল। যার প্রভাব রয়েছে বলে তারা জানান।

পুঞ্জির জনপ্রতিনিধিগন জানান, গত আলোচনার ফলেই আমাদের এখানে বনবিভাগের সাথে বর্তমানে সমস্যা স্তগিত রয়েচ্ছে। আলোচনার ফলে বিভিন্ন বিষয় জানতে পারে বলে জানান পুঞ্জির আদিবাসীরা।

ধন্যবাদ জানান, dcnewsbd.com এবং আইপিডিএস এর মত সংস্হাকে তাদের পাশে দাঁরানোর জন্য।

এ সময় তারা বলেন, ‘আমাদের আরো সজাগ থাকতে হবে এবং উচ্ছেতদ করতে আসলে কোনভাবেই ভূমি ত্যাগ করা যাবে না।’

আরবি.আরপি. ২২ জুলাই ২০১৮