শিরোনাম :
চাটমোহরে জাতীয় শোক দিবস পালন
নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে পালিত হয় জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাৎাদ বার্ষিকী।
শোক দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করে। সকালে উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে শোক র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেলী লায়লা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর অন্যান্য সংগঠন এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ।
এ দিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাকু, পৌরমেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম গাজী মাজহারুল ইসলাম প্রমূখ।
পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের আত্মার রুহের মাখফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
আরবি/আরপি/১৫ আগস্ট, ২০১৭