শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত লরেন রাকা গমেজ
ডিসিনিউজ ॥ ঢাকা
কাফরুল ধর্মপল্লীর পুত্রবধু লরেন রাকা গমেজ ওয়ারী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন আজ (১৪ আগস্ট। ৯ আগস্ট অসুস্থাবস্থায় তিনি ঢাকায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
সকালে কাফরুল গির্জায় লরেন রাকা গমেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কাফরুল ধর্মপল্লীর পাল-পুরোহিত যাকোব গমেজ। রাকাকে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন তাঁর আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী ও বন্ধু বান্ধবরা। তাঁর আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্যান্যদের মধ্যে অংশ নেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ ও সুপারভাইজরি কমিটির সদস্য মাধবী গমেজ।