ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চিরনিদ্রায় শায়িত হলেন সমর লিও রোজারিও

চিরনিদ্রায় শায়িত হলেন সমর লিও রোজারিও

0
295

ডিসিনিউজ ।। সাভার

সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন সমর লিও রোজারিও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি অসুস্থতাজনিত কারণে ১৯ মে মৃত্যুবরণ করেন। প্রয়াত সমর লিও রোজারিও ঢাকা ক্রেডিটের উপদেষ্টা তপন টি রোজারিও’র বড় ভাই ।

২৩ মে, সাভারের ধরেন্ডায় সাধু যোসেফের গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ। তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, , ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর নিরাপদ হালদার, ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা প্রিয়ন্ত সি কস্তা, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসি -এর প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএর সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, এপিআই জেন্ডার কমিটির সদস্য মার্সিয়া মিলি গমেজ, ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর চেয়ারম্যান উজ্জ্বল সাইমন রোজারিও, সেক্রেটারি বিকাশ কোড়াইয়া, ধরেন্ডা প্যারিস কাউন্সিলের সেক্রেটারি প্রতাপ গমেজ, সাভার ওয়াইএমসিএ -এর ভাইস প্রেসিডেন্ট শিপু পরিমল কস্তা, নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ফিলিপ গমেজসহ ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সাভার  ওয়াইএমসিএ এবং ধরেন্ডা প্যারিস কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় সম্মান্বিত ব্যক্তিবর্গ।

তার জন্ম ১৯ এপ্রিল ১৯৬০ খ্রিষ্টাব্দে সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর কমলাপুর গ্রামে। তিনি দীর্ঘদিন বিদেশে কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম মীনা কোড়াইয়া। তাকে ২৩ জুন ধরেন্ডা সাধু যোসেফের গির্জার কবরস্থানে সমাহিত করা হয়।