ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা ক্রেডিটের কর্মী লিপির ভাই বিমল রোজারিও

চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা ক্রেডিটের কর্মী লিপির ভাই বিমল রোজারিও

0
1065

ডিসিনিউজ ॥ ঢাকা
চির নিদ্রায় শায়িত হলেন ঢাকা ক্রেডিটের কর্মী লিপি রোজারিওর ভাই বিমল ওয়াল্টার রোজারিও। ৯ জুন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গাজীপুরের ভাদুনের হারবাইদে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। আজ (১০) জুন হারবাইদ কোয়াজি ধর্মপল্লীর গির্জার কবরস্থানে তাঁর মরদেহ কবরস্থ করা হয়।
তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ভাদুন ধর্মপল্লীর পাল-পুরোহিত প্রলয় ক্রুজ।
বিমল ওয়াল্টার রোজারিও হারবাইদ কোয়াজি ধর্মপল্লীর হারবাইদ গ্রামের ক্যারলিন রোজারিও ও তেরেজা রোজারিওর সাত সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী মনিকা পেরিশ, দুই সন্তান অভি রোজারিও ও ইভা গ্লোরিয়া রোজারিওসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী।
বিমলের মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের একাউন্সের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ লিপি রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও সুইটি সি পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওর স্ত্রী পিংকি সিসিলিয়া গমেজ, ঢাকা ক্রেডিটের অডিটের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ রনি রোজারিও, ফ্যাইন্যান্সের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ শ্যামলি কস্তা, মিউরেল কোড়াইয়া ও হিল্লল কস্তাসহ আরও অনেকে। তাঁরা ঢাকা ক্রেডিটের পক্ষে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন।