শিরোনাম :
চীন আটক ড্রোনটি ফেরত দেবে
যুক্তরাষ্ট্র বলছে, পানিতে চলাচল করা আটক মার্কিন ড্রোনটি ফেরত পাওয়ার বিষয়ে চীনের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ড্রোন আটক করে চীন। পরবর্তীতে এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, আটকের সময় মার্কিন ড্রোনটি পানির নিচে বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত ছিল।
আটক ড্রোনটি দ্রুত ফেরত দিতে চীনের প্রতি দাবি জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃতি যাতে ঘটে সে ব্যাপারে চীনকে সতর্ক করে দেয় ওয়াশিংটন।
ড্রোন আটকের ঘটনায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গবেষণা ড্রোন চুরি করেছে চীন। এটিকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেন ট্রাম্প।
ট্রাম্প ক্ষুব্ধ হয়ে টুইটারে লিখেন, আমাদের বলতে চাই, চীন যে ড্রোনটি চুরি করেছে, তা ফেরত চাই না। তারা ড্রোন রেখে দিক।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। আটক ড্রোনটি চীন ফেরত দেবে বলে সমঝোতা হয়েছে।
এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটক করা মার্কিন ড্রোনটি যথাযথ পন্থায় ফেরত দেওয়া হবে। তবে কখন ও কীভাবে ড্রোনটি ফেরত দেওয়া হবে, তা স্পষ্ট করেনি বেইজিং।
এসএন/আরবি/১৮ ডিসেম্বর, ২০১৬